ওষ্ঠে রঙিন প্রচ্ছদের খুনসুটি
চলছে বৈরাগী বৃক্ষের অহেতুক বসন্ত উৎসব
এ যেন নিছক শিশুসুলভ এক উচ্চাভিলাষ
সময়মূল্যে সুখ ক্রয়! উপঢৌকন একাকীত্ব
ব্যস্ত ল্যাপটপে চালাচালি বাণিজ্যিক পত্র!
দেখ, ভিন দেশী সিরিয়ালে পাথর শোক
দৈনন্দিন রান্নার আয়োজনে পিঁয়াজের ঝাঁঝ
বছর জুড়ে সঙ্গী অলিন্দে কৃষ্ণপক্ষের রাত
ছিলাম তোমার শেষে জুড়ে দেয়া শিরোনাম!
ওষ্ঠে রঙিন প্রচ্ছদের খুনসুটি, অপেক্ষার বিদ্রূপ
বৃষ্টি বিহীন কান্নার মহরতে বাঁকা হাসির অনুরাগ
মন আকাশে ছিল স্বপ্ন ভর্তি এক উড়োজাহাজ
পকেটে ছিল হাসির কারুকাজ করা রুমাল!
সপ্তাহান্তে রাতউৎসবে উচ্ছলতার কমতি
হও ভেনাস বা কৈলাসের স্থবির মূর্তি
আঁকা হয়না আর শরীরে শরীরে সুখচিত্র
তুমি কলমে বুনে যাও শব্দাবলীর চিত্রকল্প!
ভুলের ফুলে খাচ্ছি গড়াগড়ি! শুধুই পুড়ছি
বিভাজিত আকাশে বিপরীতমুখী বাড়ি
খোল মুষ্ঠি ! রম্ভার নৃত্যে চাই সমুদ্র মন্থন!
ফেরারি বসন্ত দিবে ধরা! বাঁধবে খড়কুটোর নীড়!
চাই সহজ সমাধান!বন্ধ কর শিকল ছেঁড়ার গান!
যোগবিয়োগে সবই শূন্য। মন ডালি করো পূর্ণ
নৈশব্দ রাতে মুখোশগুলো হউক কাকতাড়ুয়া
ভাগাভাগি নয় চাই ফুলের জন্য পুষ্পোদ্যান!
আর আমি ব্যবহৃত ডাকটিকিট!
সবুজে বাঁধা মরচে ধরা বট পাতা
আশ্রিত অতীতের এক মাত্র সাক্ষী
দৃশ্যমান সবটুকু লেনদেন
ঝুলে থাকা কথোপকথনের ফুলঝুরি!
শূন্য ঝাঁপি, হাসির খোরাক! গুপ্তধনের চেরাগ
এক ঘষাতেই দু:খ বৃষ্টি! বিরহের সংলাপ
টুকরো টুকরো ছবি দিয়ে গড়েছি ভাস্কর্য
বাকি শুধু একটি স্কেচ! দীর্ঘশ্বাস অবিরত।
তুলির টানে ভুল রঙ, ছায়ার চিত্রকল্প
জন্মদিন এখন পুষ্পহীন অমানিশার রাত
অপেক্ষার চোখে উপঢৌকনের কান্না
নিরুদ্দেশের সিঁড়িতে খোজা আগামীকাল!
দৃষ্টি জুড়ে শর্ষে ফুল, নিজ ভুলের মাশুল
চোখ প্রতিকৃতিতে পিপড়ার দৌরাত্ম্য
নৃত্যে মশগুল ঠোটে রাখা আনন্দ
ঘাম বিন্দুতে সুখ মুক্তো এখন অতীত!
শূন্য পূরণে বৈরাগ্যের আগুন গোসল
চেনা মানুষের কৃত্রিম হাসির মিছিল
ইচ্ছেগুলোর আকাশচুম্বী মূল্য
আর আমি ব্যবহৃত ডাকটিকেট!
এবিএম সোহেল রশিদ
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন