মহুয়া চক্রবর্তী















উল্কা

শুনবে আমার ইতিহাস
যন্তরনার চিঠি থেকে
ভালোবেসেছিলাম আমিও
উড়ন্ত উল্কা কে
প্রেম ছিল আগুন আলো
জ্বলন্ত প্রমাণ
দমকা হাওয়া বাধ সাধলো
হারালো উল্কা আমার
পথ হারালাম আকাশ বুকে
রিক্ত হাত আমার
পৃথিবী বুকে ফিরতে চেয়ে
লড়াই দুর্নিবার
অবশেষে এলাম ফিরে
সময় দু'য়ুগ
উল্কা তখন মনের সুখে পাচ্ছে ঘরের সুখ
পৃথিবী থেকে তখন আমার বিদায় নেওয়ার পালা
উল্কা তুই সুখে থাক‌‌
ভলোবাসায় মোড়া......



মহুয়া চক্রবর্তী মহুয়া চক্রবর্তী Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.