সফিউল্লাহ আনসারী















আষাঢ় মেঘে



আমি আজ মেঘ
বৃষ্টি নামে নেমে আসো তুমি
চাতক ভুমিতে আমার।
এসো তুমি তুমুল স্পীডে
বৃষ্টি তুমি।
আকাশ ফেরে অঝর ধারা
মনোভুমি;বনোভুমি !
হলো;সবটা জুড়েই তুমি,তুমি !
আষাঢ় মেঘে
জীবনের সবটা জুড়ে থেকো তুমিই লেগে !
কদম-কেয়ার আলতু পরশ
আমায় দেবে ?
আবেগ এবং অনুভুতি
সবটা নেবে ?
নিংড়ে নেবার এমন ক্ষসে ওহে বর্ষা
আমায় তুমি শুদ্ধ করে যাও
গ্লানি ধুয়ে মুছে;জলে ধারায়
দিন কাটুন ছন্দে;রাত হারাক সময়ের
বাধন।মাতাল ঢেউয়ের দ্যোতনায় আমরা হয়ে উঠি
এক অপরের !




সফিউল্লাহ আনসারী সফিউল্লাহ আনসারী Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.