লেন দেন
তালিকা বিশাল,
সওদা করার আগে দেখে নাও...
এক হাজার দিন চাই, শৈশবের গালে চুমু দিতে,
বর্ণমালার ওপারে স্বাধীনতা দেখবো!
এক হাজার দিন বোকাবাক্সের উত্তেজনায়
জাতীয় নায়কদের নাম নিয়ে চেঁচাবো,
রোজ নেশা-মুক্তির প্রতিজ্ঞা ভাঙবো,
রোজ একবার করে খিস্তি মারবো নিজেকে,
আর জিও গুরু বলবো!
এক হাজার দিন চাই, দু-চার পেয়ের ভ্রাতৃত্বের,
ক্যানভাসে ছেটাবো রঙ,
ইচ্ছেমত চিল্লিয়ে গান করবো,
মনে মনে বাবাকে বলবো 'ভালোবাসি', আর
এগুলোর পর একটা দিন সিঁদুর দেবো, সাঁঝবাতিকে...
কতো দর?
আগন্তুক
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন