কচি রেজা

















লিকুইড চোখ

এক।

আমি যখন চুরি করে  দেখছিলাম তার
লিকুইড চোখের কাচ
টের পাই সেও এক জল দস্যু যে   ডাকাতি করে
জাহাজ চালিয়ে নেয় মশলার বনে
অন্ধ হওয়ার আগে মানুষ
আয়নার মত মনে রাখে কেবল প্রতিবিম্ব
বন্দরে নামতেই  দেখতে পেলাম এক একটি অন্ধ
চুরি হচ্ছে , চুরি করছে ক্রমাগত

দুই।

আমার সংসার আসেনা
আমাকে বারান্দায় শুতে দাও
বারান্দার পরেই  তুমি আমাকে আকাশের ঠিকানা দাও
অচল মানুষ  মেঘ  , চিল আর কাটা ঘুড়ির
ভেসে যাওয়া দেখে
থালা-বাটি , চায়ের ঘ্রান , মেয়েটির স্নান
ঘরের ভেতর  কারো চুল , রান্না  অথবা  অভিমান
আমি মশারি থেকে বেরিয়ে এসেছি ,
আমার সংসার আসেনা




কচি রেজা কচি রেজা Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.