সাঈদা মিমি












অনুভব


রাতভর গণসঙ্গীতে মেতেছিলো শরাবীর
দল, কিসের ফুর্তি এতো অভব্য মিছিলে!

বরং একটু বসি, তুমিও এসো আজ প্রিয়
রাজহাঁস, বুড়ো লিনডেন গাছের নীচে-
মিষ্টি পানির ঝরণা ওখানে কখনই শুকায় না!

আমরা জীবন পেতে পারি-
দেখতে পারি যে কোন স্বপ্ন !
রূপকথা হতে পারি...
জন্ম নিতে পারি বিবর্তিত গ্রহানুপুঞ্জে



রোদ্দুরকে বলি


রোদ্দুরকে বলি, আমার
ডানপাশে এসো, ঘাসবালিশে হেলান
দিয়ে দ্যাখো, প্রজাপতিরা উড়ছে;
বর্ণের উচ্ছ্বাস!

তুমি চাইলে
মন্ত্রোচ্চারণ করতে পারো-
'মঙ্গলম ভগবান বিষ্ণু...'

রোদ্দুর ক্ষীরনদীর দিকে বাতাসের
সঙ্গী হয়ে সরে যায়! অনাদির পথ
খুলে গেছে, যাযাবর, 'সম্বল গোছাও'




সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.