নামকরণ
কারা যেন ভালবাসার নাম দিলো ইকেবানা
সব গোছানো তবুও ঘাটতি রেখে গেলো
আমি উদাস হয়ে শুনি বুনো পাখির ডাক।
জমে থাকা পাথরে খোদাই করা নামে
পরতে পরতে জমাটবদ্ধ আবেগময় তরল
গচ্ছিত ঋণের ভিড়ে হারিয়েছি কবে
এখানে রয়ে যাওয়া ভ্রান্ত বিলাসিতা
ক্ষয়ে যায় অবেলায়, ঝরে যায় অবহেলায়
নিজের ভিতরের আদিমতাকে আবিষ্কার
করতে গিয়ে দেখি অদ্ভুত এক শিল্পকলা
চেয়ে থাকে বিকৃত একরোখা ক্রুদ্ধ দৃষ্টিতে।
ইমেল নাঈম
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন