আহ্বান
কদম ঝরা সকাল পেরিয়ে -
হেঁটে এসো বন্ধ্যা জমিতে ।
শূন্য ধানের গোলায় -
ফেনিয়ে উঠেছে কুমারী অভিশাপ ।
আঁচলে লেগে আছে -
আপাপবিদ্ধ হতবাক শোকের ছায়া ।
মুছে দাও সব আলুলায়িত নিক্কনে তোমার ।
অনুকামীন তৃষ্ণার নীলাভ ছোবলে -
তুমি নেচে ওঠ সঞ্জীবনীর কাব্যিক ছন্দে ।
নিদাঘের সন্তাপে যে ফসল -
ফসিলসের মত জেগে আছে বীজে ,
তোমার সিক্ত চুম্বনে প্রাণ দাও ।
রিক্ত বুক পেতেছে প্রান্তর -
দাও সবুজের আলিঙ্গন , দাও
শস্যের অধিকার ।।
ইন্দ্রজিৎ মাজি
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন