সৌমিত্র চক্রবর্তী















সুখবৃষ্টি




কতদিন পরে তুমি এলে
এখনো সেরকমই আছ
শিলায় বিদ্যুতে?
কতদিন, ঠিক কত
চান্দ্ররহস্যের চাবি
পার্সের পকেটে রেখে
গিয়েছিলে দূর আকাশ বিহারে
যেখানে খেচরও ভয় পায়।
এত রিক্ত সময়
রেখেছ উইলে আমাকেই
একমাত্র ওয়ারিশ করে!
তবুও এ সিক্তসময়ে
কোনো অনুযোগে কিছুতেই
তোমাকে ভেজাব না আমি
ময়ুরচঞ্চল বৃষ্টি আমার।


সৌমিত্র চক্রবর্তী  সৌমিত্র চক্রবর্তী Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.