বদলে দেবে; বদলে যাবো
কেউ বলেছে বদলে দেবে
এই আমাকে; আমার যত নষ্টগুলো
বদলে দেবে
ঠিক ততটা নির্ঝর-মন; জলের ধারা
যেমন ছিল একুশ বসন্তে।
যে দিন গেলো; আমার যত ইচ্ছেগুলো
ঠিক যতটা হারিয়েছি ফিঙে-চড়ুই মন;
রঙিন বিকেলখানি-
ফিরিয়ে দেবে একটু বেশি তাই।
আমিও কেমন বদলে যাবো বেশ
ঠিক যেমনটা জলের মত
নানান ঘটে নানা রূপে সকাল-বিকেলটা
বদলে নেবো
তেমনই করে ধূসর আঁচলটা।
বদলে দেবে; বদলে যাবো
অনেকখানি এমনতরো-
জংয়ের উপর তুলির আঁচড় ফেলা;
জং যেখানে দাঁত উঁচিয়ে করছে শাসন;
পলিস শেষে আনকোরা একজনা।
|
আনিস খান
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন