স্বপ্ন উড়ান
হঠাৎ যদি বৃষ্টি নেমে আসে,
রোদ ঝলমল আকাশখানি
কালো মেঘে ঢাকে।
তখন আমার মনে খারাপের ছুটি
বৃষ্টি ভেজা অলস দুপুর
করবে লুটোপুটি।
হঠাৎ যদি বৃষ্টি নেমে আসে,
সিক্ত শীতল বারি ধারায়
আমায় ভালোবাসে।
তখন আমার উঠোন জুড়ে
জল থৈ থৈ নদী,
কেমন হতো নৌকা গড়ে
ভাসিয়ে দিতাম যদি?
হঠাৎ যদি বৃষ্টি নেমে আসে,
ভেজা ভেজা মেঘের ডানায়
স্বপ্ন আমার ভাসে।
তখন আবার তোরই
কথা ভাববো,
বাদল মেঘের বৃষ্টি ধারায়
তোর ছবিটাই আঁকবো।
অভিজিৎ রায়
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন