পলাশ কুমার পাল











কায়াহীন বিদ্রোহ


   
একটা করে ধূলো তুলি,
মেঘমালা হয়ে বৃষ্টি নামাই-
ধূলোর বুকে
শিরার ভিতর স্পন্দন
সোঁদা গন্ধের চুম্বনে
ধোঁয়াটা ছিঁড়ে ছিঁড়ে শিকড়ে শিকড়
হৃত্‍পিণ্ডের রক্তে লাল
কিছু বিদ্রোহ....

বিপ্লব এসেছে পর্ণমোচী
কিশলয়ের পাঠে পাঠ নেওয়া কালবৈশাখী-
ঝরেছে পলাশ, ঝরেছে শিমূল,
সময়ের সঞ্চালনে বিপ্লব অন্তহীন....

নীল ঢেকে সব কালো জমা হও
রোদের বুকে চোখ রঙানো,
ঝড় উঠুক,
হাতের মুঠোও
ঊদ্ধপানে কাস্তের ধার,
রক্তে রক্তে বৃষ্টি নামুক
ধূলো ভরা কালবৈশাখী...

রিতুচক্রে থামে না কভু,
ক্লান্তিহীন তবু বিদ্রোহ লেখনীর গলিতে
কায়াহীন আমি বিদ্রোহী!

পলাশ কুমার পাল পলাশ কুমার পাল Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.