শামীম পারভেজ














ময়না পাখি 

ময়না পাখি কথা বলে
যদি শিখিয়ে দাও
যা বলবে তাই বলে
তাই আনন্দ পাও

এই আনন্দ ক্ষনিকের জন্য
চেষ্টা করো বুঝতে
ময়নার মনে কি কষ্ট
যদি সেটা খুঁজতে ।

খাঁচার ভিতর ময়না পাখি
একদিক ওদিক উড়ে
পারে নাতো উড়তে সেটা
মুক্ত আকাশ জুড়ে

কেন থাকবে খাঁচার মাঝে
অনেক দুঃখ তার
দাওনা তাকে মুক্ত করে
কষ্ট পাবেনা আর ।


শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.