আনিস খান















বস্ত্র-হরণের উলঙ্গ নৃত্য


বিবেক-বুদ্ধি-চিন্তা-চেতনার ন্যায়
দীপ্ত-প্রখরতার মোহন অলংকরণ
যার গায়ে- কপালে জয়টীকা এই
আহা ! সমুজ্জ্বল প্রাণের আধার- এক মানব;
মনুষ্যত্ব-সুষমা মোড়া আলখেল্লায়
সভ্য-জীব আমি
প্রমানাধিক সত্য তা চরাচরে ।
তা-ই ভুলি প্রায় অলখে-অবোধে
ভুলে যাই যেন কিসের তাড়নায়
চারপেয়ে পশুর ন্যায় আচরনে ।
প্রাণবাহী সৃষ্টিকুলের প্রাণের মেলায়-
মানবতায়-সামাজিকতায়-শৃঙ্খলায়
শ্রেষ্টত্বের ধ্বজাধারী মনুষ্যধীরাজ জগতে;
আমি অধিপতি সৃষ্টির
তা যেন ধূলায় মলিন
পৈশাচিক আচরনে- তৃঞ্চা আর লালসায় ।
বস্ত্র-হরণের উলঙ্গ নৃত্যে শামিল আজ
মনুষ্যত্ব জন্মের সূতিকাগারে
সভ্যতার ধারক-বাহক একজন আমি ।
উলঙ্গ-সভ্যতাই যেন
চেতনার টগবগে তারুন্যে খুঁজি
আমার শ্রেষ্টত্বের জয়োল্লাস ।


আনিস খান আনিস খান Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.