চন্দন কুমার দাশ

পরিচিতি 










এ কোন স্বদেশ আমার ?



এ কোন স্বদেশ আমার
পায়ের তলায় দাঁড়াবার জায়গা নাই;
হিংসার ফেনিল জলে প্লাবন আসে,
ধর্মন্ধতা আর উগ্রবাদীতার শতাব্দীর সম্ভাবনা দোলে ।

এ কোন দুঃস্বপ্নে আমরা ভুগি
অরক্ষিত অপ্রাচীর অন্ধকার অরণ্যর ভিতর;
মানবতা কেঁদে মরে নির্মম মৃত্যুর পাশে ।

এ কোন স্বদেশ আমার
চাপাতির আঘাতে ফালা ফালা হয় মানুষ;
লুণ্ঠিত নগরী উগ্রধর্মন্ধতায় আর
স্বউর্বর সমভূমি খুনের উপত্যকা ।


চন্দন কুমার দাশ চন্দন কুমার দাশ Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.