![]() |
| পরিচিতি |
নতুন জীবন
আমার আকাশে আজ মেঘ নেই
তবু তুমি বৃষ্টির অপেক্ষা কর
আমার হৃদয়ে আজ বসন্ত নেই
তবু তুমি বাহারি রং খোঁজ কর।
আমার রক্তে হিমেগ্লোবিনের মাত্রা নেমে গেছে
তুবু তুমি বুকের গভীরে ঢুকেপর
একবার বাম অলেন্দে আরেক বার ডান অলিন্দে
লাভ ডাব লাভ ডাব ধ্বণি কান পেতে শোন।
বসন্তের আগমনে ভালোবাসার আহবানে
তোমার স্পর্শে ঠোটে
বসন্তের রং মেখে
দীঘল কালো চুলে দক্ষিনের হাত্তয়া
হলুদ পাতা ঝড়ে পড়ে
কাশফুলে দিগন্ত ডুবে যায় দুরে।
এই তো জীবন এই তো ভালোবাসা
একটুখানি পাবার তরে
একটুখানি মনের ছোয়ায়
রাত মেশে নেশায় বাতায়নে মাধবীলতা
বাতাবিলেবু ফুলের ঘ্রানে ঘোর ভাংগে।
আমার আকাশে নীল নেই
তবু তুমি নীল খোঁজ
আমার আকাশে কোন স্বপ্ন নেই
তবু তুমি স্বপ্ন দেখ
একটুখানি আশার প্রদীপ জ্বালিয়ে রাখ
নতুন একটা জীবনের আশায়।
দীপুমালা
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন