![]() |
| পরিচিতি |
পদচিহ্ন
সেই রক্তরাঙা পথে তোমার পদচিহ্ন
আজও আমার বুক চিরে কথা বলে।
পাঁজরগুলো কটমট করতে থাকে,
ছটফট করতে থাকে একটা অস্থির পাখি
প্রাণের অন্তরালে-
সেদিন তো তোমার চোখে দেখিনি প্রতারণা,
কণ্ঠে পাইনি ছলনার বিন্দুমাত্র আভাস
যেদিন হাতে হাত, চোখে চোখ রেখে দাড়িয়েছিলাম
সেই রক্তরাঙা পথে-
তোমার পদচিহ্নগুলি আমার চোখে
ছড়িয়েছিল স্বপ্নের আবেশ।
তবে কেন আজ ভেঙ্গে ভেঙ্গে যায়, মুছে যায় বারে বারে
তব স্পর্শ, তব প্রেমের মাধুরী মোর হৃদিশয্যাতলে
তবে কেন আজ সব স্বপ্নের সমাধি-সব শেষ
আলো নিভে যায় অতীতের স্মৃতিপটে
সেই রক্তরাঙা পথে তোমার পদচিহ্ন
কেন আজ চুপি চুপি কাঁদে?
যদি একদিন রোমের ক্যাপিটোলাইন গিরির মতো
ভগ্নস্তুপে পর্যবসিত হই, তৃণশয্যা হয় একমাত্র সম্বল
তবু প্রেমের আবেশে তৃণগুলোকে জড়িয়ে ধরব
আর বুকভরা প্রত্যাশা নিয়ে কেঁদে কেঁদে ফিরব
সেই রক্তরাঙা পথে-
তোমার পদচিহ্নগুলি অনুসরন করে-
সেদিনও আমার চোখে থাকবে স্বপ্ন আর স্বপ্ন
প্রেম ও প্রত্যাশার স্বপ্ন
সাহিত্য ও সভ্যতার স্বপ্ন
সৃষ্টি ও অমরত্বের স্বপ্ন।
মানবেন্দ্র মোদক
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন