 |
| পরিচিত |
স্বাগতম বসন্ত
যেদিকে দৃষ্টি যায়
হলুদ রং আছে ছড়িয়ে
মিশে গেছে লালে
কি অপরূপ দৃশ্য !
গান আর কলকালিতে
অঙ্কুরিত হয় হৃদয়েতে
প্রেম ভালোবাসা
তা যতোই বিলানো হয়
যেন এর সমাপ্তি নেই ।
বসন্ত বলে কথা ...
স্বাগতম বসন্ত
স্বাগতম বসন্ত ।
শামীম পারভেজ
Reviewed by
Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন