অনু সোম ঘোষ

পরিচিতি  








"ডোরাকাটা"



দুপুর গড়িয়ে তখন সন্ধ্যা
চূড়া থেকে নেমে অাসা
ডোরাকাটা অান্ধকারগুলো
পথ অাটকে -

কালসর্পের মতই পেঁচিয়ে চলা
রাস্তাটা গিলছে সময়।

সবুজ নাচ দেখতে দেখতে
হেসে ওঠে চাঁদ
দুই তীর জুড়ে তখন
কি ভীষণ অালোড়ন
কত অাদুরে প্রলাপ।

পাড় ভাঙার গল্প শুনে ছিলাম
প্লাবনের কাছে
শ্রাবন এলেই গর্জে ওঠে তিস্তা
ধ্বংসের ইতিহাস লেখে
দেবদারু শিমুল পাতা।

এখন বসন্ত,
শিকড়ে জড়ানো ভালোবাসা
কিংসুক হাসি,কোকিল কুহুক,
ধুলো মাখা বিবর্ন ঝরাপাতা।

উপত্যকা জুড়ে এক সমুদ্র
কোলাহল,
অার উড়ে চলা-
ক্লোরোফিলের অপেক্ষায়
গিরিপথে নামে সন্ধ্যা।


অনু সোম ঘোষ অনু সোম ঘোষ Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.