ইন্দ্রাণী সরকার

পরিচিতি  








একুশ ঝর্ণা 
একুশ আনলো মুক্তির গান 
সবুজ মাটির ছোঁয়া 
একুশ ঝরায় শহীদ রক্ত 
অমর পুণ্যতোয়া ।

চেতনায় আনলো সাড়া 
একুশে ফেব্রুয়ারী 
স্বপ্ন ডানায় উড়লো পাখি 
বাঁধলো জীবন তরী ।

প্রিয় জনের প্রিয় ভাষায় 
প্রিয় মনের কথা 
ধানের শীষে সোনালী ঢেউ 
ভোলায় চাষীর ব্যথা ।

একুশ আমার স্বপ্ন চারা 
মেঘ মল্লার গান
ধন্য জীবন ধন্য মোরা 
ধন্য মোদের প্রাণ ।


ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.