আনিস খান

পরিচিতি 








একুশ-এর শোক



পলেপলে কত কথা গড়ালো মেঘনার জলে
কত মনব্যথা অশ্রুজলে-
গলেগলে পাষাণে;
কত বেলা হারালো নিকষ আঁধারে
দূর-সীমানায় বিলীন কত পথ নীরবে;
তবু শোক থামেনি অবুঝ মনের
ফিরে আসে সেই একুশ-এ ।
থামেনি শোক আজও
ঘিরে বসে ঘরে-বাহিরে-
রফিক-জব্বারের ছাউনী-ছাওয়া ঘরে
শোকাহত মায়ের ভেজা আঁচল- অশ্রুজলে;
থামেনি শোক বরকত-সালামের নিথর কবরে
অবহেলে গজে উঠা দূর্বাদলে-
ফিরে আসে শোক বারে মন-মননে
ফাগুনের এই দিনে ।
ফিরে আসে শোক পলাশ-শিমুলের কাঁটাবনে
থোক-থোক জমেছে যা রক্তলালে;
ফিরে আসে সেই কৃঞ্চচূড়ার কুসুমিত ডালে
কুহুকের বিবাগি প্রাণে;
আজও শোক বিধুর বেদনায়
বর্ণমালার গানে ঝরেঝরে পড়ে
একুশ-এর এই দিনে ।
তাও ভুলি; ব্যথা ভুলি মনের;
পাথর গলে যে শোক জমেছে বুকে-
আজ তাও ভুলি;
আশার ভাষায় ভরা নিঃশ্বাস বুক ভরে
শোকের দানবে শক্তি দলে হয়ে বলীয়ান
প্রাণে প্রাণে গেয়ে উঠি বাংলা ভাষার গান ।


আনিস খান আনিস খান Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.