![]() |
| পরিচিতি |
অনুশোচনার বৃষ্টিতেও অনড়
অতীত আশ্রিত ঋণগ্রস্ত সময় আর
শৈশব কৈশোরের লম্বা খতিয়ান
প্রস্তর কঠিন হৃদয় ভিজায় না এখন
ঝরায় না বরফ জমাট শিশির!
স্রোতহীন গোপন নদীতে আশ্রয়হীন ভূমি
বৈধব্যের কাশবনে বাঁধে দু:স্বপ্নের ঘর
এখানে বসত করে অবহেলিত স্বপ্ন পোকা
বৃত্তবন্দি দুই আকাশে মেঘবন্দি মনঘুড়ি!
প্রবঞ্চিত ভালোবাসায় রুগ্ন মানব বৃক্ষ
দেহে নয় মনে শিকড় গেড়েছে কর্কট
গান গাওয়া পাখীগুলো কাঁদে নিরন্তর
ধুলায় লুটায় চেনা বেলফুল
সেখানেও একাকীত্বের হাহাকার!
কিছুই বদলে যায়নি! বদলে গেছে চোখ
দীর্ঘশ্বাসের মিনতি থমকে গেছে অবহেলায়
বসন্তের হিসেব রাখার খাতাটা নিরুদ্দেশ
অনুশোচনার বৃষ্টিতেও অনড় রক্ষিত পাথর!
সুখ স্মৃতিগুলো সংরক্ষণ করতে যেয়ে
আবেগের তন্তুতে বোনা প্রেম
শেওলার মত ভাসিয়ে দিয়েছ
জোনাকি এখনও পুড়ায় সান বাঁধানো ঘাট
পুড়ায় অরণ্যবিহীন বুক! পুড়ায় স্মৃতি!
অনুরাগের বিসর্জন এত ব্যথাতুর!
এই প্রথম জানলাম! কি অদ্ভুত জীবন!
এবিএম সোহেল রশিদ
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন