জহিরুল ইসলাম রোমান

পরিচিতি








অন্য সময়



সময়টাকে যদি বিভাজন করি
এখন সময় তার
তার পরনে লাল শাড়ি
মেহিদি রাঙা হাত
কপালে লাল টিপ
চারু কারু বৌ হবে !

আমি একা হয়ে যাবো,
নিঃসঙ্গ ।
মায়ার অন্তরালে মরীচিকা পাবো
বেদনায় পুড়বে আপাদমস্তক ।

আমার কোন অভিমান থাকবে না
অভিযোগও নয় ,
তবু ছিটকে পড়ব যোজন দূরে।
জানি কেও অপেক্ষা করবে না
কষ্ট পাবে না কেও
এত সময় কোথায়!
তখনো আমার অজস্র সময় ।
বৃষ্টি ভেজা ভোরে গ্রিলে হাত রেখে
নিস্পলক চোখ অপলক তাকিয়ে থাকবে ।
জানি নিষ্ফল সব আয়োজন
তবু অপেক্ষা করতে দোষ কোথায়;
তোমার জন্যই তো ,
ভালোবাসার জন্য ।



জহিরুল ইসলাম রোমান জহিরুল ইসলাম রোমান Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.