পরিচিত |
খোকা খুকু কিবা বুঝে
খোকা খুকু কিবা বুঝে
থাকবেইতো বায়না
বায়না ধরলেই সে
সব কিছু পায়না ।
খোকা খুকু কিবা বুঝে
থাকবেইতো বায়না
বায়না পূরন না হলে
কোনো কিছু খায়না ।
খোকা খুকু কিবা বুঝে
থাকবেইতো বায়না
মজার গল্প না শুনালে
ঘুমাতে সে যায়না ।
শিশুরা বুঝেনা
শিশুরা বুঝেনা
কে মেয়ে কে ছেলে
শুধু বুঝে খেলা
হয় খুশি খেলনা পেলে
শিশুরা বুঝেনা
কি মন্দ কি ভালো
শুধু বুঝে ধরতে
ধরলেই বুঝে কি পেলো
শিশুরা বুঝেনা
জানে কাঁদতে আর হাসতে
কতো নিষ্পাপ ওরা
তাইতো মন চায় ভালোবাসতে ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন