দীপুমালা

পরিচিতি 








আমায় বাঁচাও নীল



নীল, তুমি কোথায়
দেখ নীল, তুমি এসে দেখে যাও;
আমি কেমন আছি।

তুমি আমায় খুব ভালোবাসতে আর
কত আদর করতে;
ভালোবাসা আর ভালোবাসার কথা বলতে
ওরা (তোমার সহদররা) আমায় ভালোবাসে না
শুধু যন্ত্রনা দেয়, ভিষন যন্ত্রনা
ওরা ফুলের মতো নয়, কাঁটার মতো।
নীল, ওরা আমার গলা টিপে ধরে
স্বাসরোধ করে, মেরে ফেলতে চায়!
নীল, তুমি কবে আসবে?
তুমিও নেই তাই শিউলীও ফোঁটে না,
আমার বড় কষ্ট হয়, ওরা আমার
ভাষা বোঝে না।

তুমি কেমন আমার চোখ দেখে
ভালোবাসার গল্প শোনাতে
আর হাত ধরে বলে দিতে ভবিষ্যৎ
গায়ের গন্ধ শুকে বলে দিতে শিউলী না গোলাপ;
আর আকাশ দেখে বলতে ভালোবাসার রং সাতটা,
আমি বলতাম, ভালোবাসার রং সাতটা কিভাবে?
তুমি বলতে, খুঁজে দেখ আমার বুকে-
সব কটা পেয়ে যাবে। আমি তখন
মুগ্ধ হয়ে তাকিয়ে খাকতাম তোমায়।

নীল, জান আজও আমি
তোমার শরীরের গন্ধ পাই
মধ্যরাতে তোমার গন্ধ আমায় জাগায়
আমি তোমায় খুঁজি, কিন্তু পাই না;
তারপর ঘটে অলৌকিক ঘটনা
স্পষ্ট তোমার হাসি শুনতে পাই,
এরপর একটা হালকা মিষ্টি গন্ধ;
আমার চোখের পাতা ভারি হয়ে যায়।
সকালে শিউলী ফুল ছড়ানো পাই বিছানায়।

নীল তুমি কোথায়? তুমি ফিরে এসো,
ওরা আমায় মেরে ফেলবে!
ওদের মুখে রক্ত, তুমি আমায় বাঁচাও
নীল, আমায় বাঁচাও, ওরা আমায় মেরে ফেলবে!
আমায় বাঁচাও নীল, আমায় বাঁচাও।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ