দেবজীত সাহা

পরিচিতি 









গোলক 


এতটাও হয়ত ফুটন্ত ছিলাম না,
ঢেউ এতটা ছিল না বুকে।
গোলাপে মগ্ন ছিলাম এতকাল,
এখন সমস্ত শরীর রজনীগন্ধার
সুবাসে মুড়ে চাদরে পড়েছে ঢাকা।

রক্ত প্রবাহে উজ্জ্বল হয়ে
বিদায় হয়েছি বহুকাল আগে

এতকাল ধরে যা করেছি
নিয়মের বিপরীতে
শুধু নিজের কথা ভেবে।

আমি জীবন্ত থাকতে চেয়েছিলাম,
স্বপ্ন নিজের মত করেই দেখেছিলাম,
শুধু  পূরন করতে পারিনি,
ঝাঁপিয়ে পড়েও এসেছি ফিরে বারবার ।

আমি করেছিলাম স্বপ্নের শ্রাদ্ধ,
চন্দন, রজনীগন্ধায় দিয়েছিলাম বিদায়,
ভাসিয়ে এসেছিলাম  মহানন্দার ঘটে।
কিন্তু,
ফির যে মা হতে চলেছি তা বুঝিনি।

সম্পর্ক বুঝেছি আত্মার,
সেই প্রাপ্তি যে ভুল!
আবার নুতুন সমীকরন!
না বোঝা তাই সরে যাওয়া।

এতাটাই আঘাত করছি,
জল ঝরেছে  আমার বেশী ।
তবুও ভুল করেছি বারবার,
রক্ষার্থে সন্মান আত্মার।

বাড়ি ফিরতি রোদ
দিয়ে গেল নির্দেশিকা

সাথ ছেড়ে যাওয়ার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ