রত্না ঘোষ

পরিচিতি  









চুরি যাওয়া জল



এখন ই নামবে  ঢল
তারপর  একা একা  ভীড়ের  মধ্যে...

ওরা সবাই আসে,  একসাথে
আলাদা আলাদা
তারপর
মহাকালের কাছে, ধরা পরে যায়
ওদের  রাগ - দুঃখ - প্রতিবাদ  নেই
কেবল হাঁটে
হাঁটতে - হাঁটতে,  খুঁজে  ফেরে
চরাচরের অক্ষর
চুরি যাওয়া  জল
শ্মশানের দুঃখকথা

আমার  অশুভ অবসাদ, উঁকিঝুঁকি দেয়
অসুখ বুঝে কেঁদে ওঠে
চুরি যাওয়া জলে খোঁজে,  জীবনের বিন্যাস...।


জনান্তিকে



আজন্ম  খোলা  বুকের  ওপর
অভ্যেসের  কেউটে  বেঁকেচুরে নেচে বেড়িয়েছে ।
বুক ভেঙেছে
মন,
ভেঙে  গেছে  প্রাচুর্য ।
কয়েকটা ইনিয়ে বিনিয়ে কান্না,
কর্ষিত  চেতনা ।

এখন,   বুক জোড়া নদী
কামড়  দেয় শীতের  পায়ে  ।



অসম্পূর্ণ পাঠ



লোনা জল শুষে নিয়ে
সব প্রতিশ্রুতি ফিরিয়ে  নিলাম ।

কিছু টা সময় দিলাম,
ফেরার সময়  হলে যদি বদলে  যায় ।

যাপনের  দেওয়াল ভুলে
অমরত্বের খোঁজে
কাতর ভোর ঝুলতে থাকে
পূব দিকের জানলায়  ।
শেষ রাতে
শীত ছুঁয়ে  নেমে আসা নক্ষত্র
মায়া  করো না,
ঋতু শেষে
সুখ হয়ে  ফুটে  উঠব  ।

তারপর  পায়ে  পায়ে  খুঁজে ফিরব অসম্পূর্ণ পাঠ ।





রত্না ঘোষ রত্না ঘোষ Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.