মানবেন্দ্র মোদক

পরিচিতি









মানুষ



মানুষ জাগে, জাগরণী জাগে
সৃষ্টির রাজ্যে, সৃজনশীল কর্মে জাগে
মানুষের শ্রেষ্ঠ পরিচয়।
মনের গহিনে অভিজ্ঞতার স্মৃতি নিয়ে
ঘুমন্ত মঞ্জুষাকে জাগিয়ে তোলে-
বারট্রান্ড রাসেল আর আনাতোল ফ্রাঁসের সুরে।
গর্জে ওঠে মহাসিন্ধু – ভয়ঙ্কর দুটি ডানা,
ফেলে দীর্ঘ নিঃশ্বাস
সেও বশ হয়েছে আজ।
চাঁদের পানে চেয়ে থাকা চকোরী নয়,
চাঁদকে হাতে পেয়েছে সে
স্বপ্নচারিনী আজ বাস্তবের নায়িকা সাজে।
বাজে বন্ধনহীন মুক্ত মানুষের গান
জাগো প্রান – জাগো প্রান।
শত মুক্তির পথ উদ্‌ঘাটন করে
এবারও সে দাঁড়িয়েছে কাঠিন্যের রুদ্ধ বাতায়ন পাশে,
প্রতীক্ষামান তাই সকালের ঝকঝকে আলো,
মৃত্যু মগ্নতায় ক্লান্ত কিছু হাস্যধ্বনি,
অবশেষে একটি গোলাপের করুণ আর্তনাদ।
এবার কবিতার কাছে যেতে চায় সে
কবিতা, আমায় কোলে তুলে নাও,
ধার করা অপরের বোধ নিয়ে নয়,
বক্তব্যের দারিদ্রে হতশ্রী নয়-
আমি দেখতে চাই শিল্পস্রষ্টার বিশুদ্ধ ছন্দ,
স্মৃতিলাঞ্ছন শব্দ দিয়ে গড়া কবিতা।
যদি তোমার কাছে সঞ্চিত থাকে
প্রকৃতি, সমাজ ও ব্যক্তিসত্ত্বার অন্তঃসার
আমায় কিছু দিতে খুঁজোনা অবকাশ।
আমি বড় নিঃসঙ্গ – বড় একা – বড় ক্লান্ত,
আমি মানুষ দেখ চেয়ে-
খুঁজি তাই প্রাণস্পন্দনের সীমিত আভাস
মানুষের পরিচয় দিয়ে ....




মানবেন্দ্র মোদক মানবেন্দ্র মোদক Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.