পরিচিতি নিহিতা রাস্তার জলকল চীৎকারে প্রতিদিনের সকাল নামিয়ে আনে যে কালো হাড়জিড়জিড়ে বস্তির মরদখাকি বউটা রাতের না-রঙে ধরা না দেওয়া মাঝবয়েসী মেঘে সেও ফিরে যায় একুশ বছরে না চাইতেও ভেবে ফ্যালে স্বামীর কথা.. সংসারের কথা...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন