![]() |
| পরিচিতি |
তুলনামূলক
আর হ্যাঁ , কি যেন বলছিলাম আমাদের নদ-নদীকথা
কথাচ্ছলে তুলনামূলক রাখা নৌকো আর ইকো সিস্টেম
তুমি কড়া তামাকে আঘ্রাণ করছ কপোতাক্ষ ফালিতে জাক দেওয়া পাট
আমি তাম্বুলদানে রাঙাচ্ছি কুলিকের পরিযায়ী সবুজ আর লাল ঠোঁটের টিয়ার ঝাঁক
অশ্বখুরাকৃতি খাল থেকে ভাপে উঠছে যৌথ হাঁটার বিজয়ের ভোর
আর হ্যাঁ , জল সইতে গিয়ে ফেড হয়ে যাচ্ছে রকমারি কমন দুঃখ
তোমার চিরন্তনের পাশে খাপে খাপে ভাগ বসাচ্ছে আমার তৎকালীন মজবুরি
আজ এখানে রোদ ওঠে নি ... পারলে কিছু ওম পাঠিয়ো পুঁটলি বেঁধে তুমি তুমি গন্ধ মাখা ... ধুপছায়া ধানসিঁড়িটির তীর বরাবর ক্লান্ত জড়িয়ে থাকে ধবল সারস আমার প্রেমিক কাঁধে চঞ্চু রেখে এঁকে দ্যায় কিস বাইট ...
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন