দর্শনা বোস

পরিচিতি  








বিজয়



আঁশটে সন্ধের
সলতে ওসকানো হাসিগুলি
নির্দ্বিধায় গায়ে মেখে নিই।

আমার গায়েও তখন 
মাংসাশী আভা জ্বলে ওঠে।

আলো অাঁধারি গলিতে
অথবা নীলচে ড্রইংরুমে
লোলুপতার উল্লাস ছাপিয়ে
শত শত বিজয়ের মুখ এঁকে দিই
নিষ্ঠায়,মমতায়, শ্রমে।




দর্শনা বোস দর্শনা বোস Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.