নীল তারা ( সঞ্জয় সোম)


পাড়ার মোড়ে মদনের চায়ের দোকানে ব'সে প্রায় প্রতিটি টেবিলেই সন্ধ্যার আড্ডা চলে আঠেরো থেকে আশি'র । 
প্রতি দিনের বিভিন্ন বিষয় আলোচনায় , মাঝে মাঝেই হই হট্টগোল শুরু আবার ক্ষনিকেই সব শান্ত হয়ে যায় আর হাঁক পড়ে "এই মদন, এখনও চা দিলিনা " । কেউ না কেউ মদন'কে এমন হাঁক দেবেই । যতই হই হট্টগোল হোক , মদনের ব্যবসা ভালোই চলে তাতে । সেই দিনের সন্ধ্যায় , মদনের দোকানে জমিয়ে আড্ডা দিচ্ছে সবাই ।

হঠাৎ পেছনের আঁট নম্বর টেবিল থেকে বছর তিরিশের তমাল টেবিল থাপড়ে গর্জে বলল " এবার বিজয় আসবেই" , সঙ্গে সঙ্গেই বিভাস বলে উঠল " ঢ্যাবনা" । এই নিয়েই আঁট নম্বর টেবিলে সবাই যেন এলোমেলো কী কী বলতে লাগলো ,এক নম্বর টেবিলে বসা হরেনবাবু সুরেশবাবুকে জিজ্ঞেস করলো " বিজয় টা আবার কে?" আর "ঢ্যাবনা-টাই বা কে?" । সুরেশবাবুও উত্তরে কিচ্ছু বলতে পারলো না। আঁট নম্বর টেবিল ততক্ষনে জলের দরে যুক্তি তর্কে ভরে যাচ্ছে। মদন বুঝে গেল আজ একটু বেশি চায়ের অর্ডার হবে। আঁট থেকে ছোঁয়াচে তর্ক ছড়িয়ে পড়ল সাত ও ছয় নম্বর টেবিলে । মাঝে মাঝেই জোড় দিয়ে খিস্তি পড়ছে , শুনতে পাচ্ছেন  হরেন বাবু , কিন্তু বুঝতে পাচ্ছেন না খিস্তি গুলো কার ওপর যাচ্ছে। 

একজন দুইজন ক'রে হাঁক দেওয়া শুরু "এই মদন, এখনও চা দিলিনা" , মদনের চা টেবিলে টেবিলে পৌঁছে যাচ্ছে , আর হট্টগোল ক্রমশ হালকা হচ্ছে । ধীরে ধীরে সবাই শান্ত হওয়ার পথে, সবাই নীরব , তখনই তমাল আবার সেই কথা বলল " দেখে নিস, বিজয় আসবেই" আর বিভাসও সাথে সাথে বলল " ঢ্যাবনা" , আবার চুপ। চিৎকার ক'রে ক'রে  সবারই মাথা গরম, তবে শান্ত হয়েই আছে।

হরেনবাবু কিছুতেই কিছু বুঝতে না পেরে দাঁড়িয়ে পড়লেন নিজের জায়গায়, আর আঁট নম্বর টেবিলে যেন শোনা যায় তাই একটু জোড়ে হাঁক দিলেন "এই তমাল অনেক তো হ'ল এবার একটু ব'ল দেখি ঐ বিজয়টা কে?"। বিভাস রেগে গিয়ে বলল "কিছুই বুঝেন না বুঝি হারুন দা? ঢ্যাবনা"। শুরু হয়ে গেলো আরেক ক্যাচাল ! হরেনবাবু  রেগেমেগে বিভাসের ওপর চড়াও , " হ্যাঁ, তুমি আমায় ঢ্যাবনা ব'ল, আমি তোমার দাদার চেয়েও বড়"।

ততক্ষনে তমাল এক নম্বর টেবিলে চলে এসে হরেন বাবুর ওজন ভারি করতে শুরু করলো , আর কথার মাঝেই বলে বসলো " আচ্ছা হরেন দা, আপনি বলুন তো? এবার ভোটে যদি আমাদের অখিল মিত্র দাঁড়ায়, তবে বিজয় আসবে কিনা?" । এতক্ষনে হরেন বাবু বুঝলেন বিজয়টা "কে" নয় "কি" । তিনি একটু চুপ করে গেলেন , আর সঙ্গে সঙ্গে ব'সে থাকা সুরেশ বাবু বললেন "বিজয় কোন দিনই আসবে না, বিজয়ের কথা ছেড়ে দিয়ে আর ঝগড়া ক'র না নিজেদের মধ্যে, বিজয় হারিয়ে গেছে মানবিকতার সাথে"।

পরিচিতি 


নীল তারা ( সঞ্জয় সোম) নীল তারা ( সঞ্জয় সোম) Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.