পরিচিতি |
যোদ্ধা ...
আমার মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোন স্মৃতি নেই
আমি একজন মুক্তিযোদ্ধাকে দেখেছি
অর্ধাহারে রোগে ক্লিষ্ট যন্ত্রণায় জর্জরিত দেশ সৈনিক
যার ঠোঁট থেকে হাঁসি নেভেনি কখনো
যাকে দেখলে আমি যুদ্ধ দেখতে পেতাম
ছেলেবেলায় প্রথম গল্পটি তাঁর মুখেই শুনেছিলাম
সে কি বীরত্ব গাঁথা ...।
গল্প শুনতে শুনতে কখন যে মুক্তিযুদ্ধের মধ্যে ঢুকে গেছি !
আরেকবার যুদ্ধ হলে নির্ঘাত যুদ্ধে যাবো , কতবার ভেবেছি
আমার যুদ্ধে যাওয়া হয়নি ...
কিন্তু যে যুদ্ধে গিয়েছিলো
সে কি সত্যি স্বাধীন হতে পেরেছিলো ?
নাকি পেয়েছিলো যোগ্যতার পুরস্কার ?
জীবদ্দশায় সে কিছুই পায়নি ...
আত্মঅভিমান নিয়ে সে চলে গেলো এইতো সেদিন
তার লাশ সেদিন ফুলে ফুলে ভর্তি
তাঁকে গার্ড অব অনার দেয়া হলো
মৃত্যু তাকে এনে দিলো বিরল সম্মাননা
কিন্তু কমান্ডার মৃত্যু কে নয়
জীবন ভালোবাসতো ...
সে বাংলাদেশকে ভালোবাসতো ...
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন