মান্তু এবার অংকে জিরো পেয়েছে এবং এখান থেকেই শুরু হয়েছে হৈ চৈ এর সূত্রপাত । অংকের স্যার পরিমল বাবু ওর বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছেন।অভিযোগটা গুরুতর। মান্তু পরিমল বাবুর সাথে অশোভন আচরণ করেছে।আমরা বিস্মিত।জিজ্ঞেস করলাম,'কি হয়েছে রে?' মান্তু প্রথমে এড়িয়ে যাচ্ছিল। কিন্তু আমরা যখন চেপে ধরলাম ।ও তখন পুরোটা বলে ফেলল।
টিফিনের সময় পরিমল বাবু মান্তু কে ডেকে পাঠিয়েছিলেন ।ও গেল । পরিমল বাবু একা ছিলেন। ওর দিকে খাতাটা এগিয়ে দিলেন, বললেন- ‘’তোমার প্রত্যেকটা অংক ঠিক হয়েছিল,অথচ সব কটা কেটে দিয়েছো।ওর দিকে তাকিয়ে বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ রকম কাজ কেন করলে ? আমি তোমায় নাম্বার দেব কি ভাবে ?'’
সঙ্গে সঙ্গে মান্তু অভিযোগের সুরে বলল- ‘’কেন কাটব না ? কত কষ্ট করলাম, খাটলাম। নিট ফল হল জিরো । কি লাভ হল খেটে ?’’
পরিমল বাবু বললেন, ‘উত্তর জিরো হতে পারেনা ? বীজগণিতের কোন কোন অংক জিরো হতেই পারে ।'
‘'না হতে পারেনা । আমি সহ্য করতে পারবনা । এত খাটা খাটনির পর যদি উত্তর হয় জিরো ,আমি মেনে নিতে পারবোনা ।‘’ মান্তু উত্তেজিত স্বরে বলল ।
পরিমল বাবু ছাত্র্র্রর কাণ্ড দেখে হতবাক হয়ে গেছেন । বললেন- 'তুমি পাগল হয়ে গেছ ?'
মান্তুও অবাক হয়ে গেছে তার অংকের স্যারের কথা শুনে। বলল- 'না স্যার । আমার পা তো গোল নয়।এই দেখুন। সে তার পায়ের গোড়ালি টা দেখাল ।
পরিমল বাবু ক্ষেপে গেছেন। 'WHAT? তুমি কি আমার সাথে ফাজলেমি করছ ?'
মান্তু বুঝতে পারছিল না কোথায় সে ফাজলেমিটা করল ।তারপর উনি তো মাষ্টার মশাই । সে প্রস্থানে উদ্যত হয়। পিছন থেকে শুনতে পায়,পরিমল বাবু বলছেন,'আমি হেড মাস্টারের কাছে কমপ্লেন করব। তোমার কাছে কল আসবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল মান্তু,' না না কল টল নেব না । আমাদের বাড়িতে দু দুটো কল আছে ,ট্যাপ কল এবং টিউব ওয়েল কল। আর চাইনা স্যার ।'
শেষ পর্যন্ত হেডমাস্টারের কাছে মান্তুর নামে কমপ্লেনই করলেন পরিমল বাবু । স্কুলে হৈ চৈ পড়ে গেল। হেডমাস্টার ডাকলেন মান্তুকে ।ও এল । গর্জন করে বললেন,'গার্জেন কে নিয়ে আসবে কাল ।
পরের দিন স্কুলের প্রেয়ারের পর হেডমাস্টারের নিজের ঘরে ঢোকা মাত্র শুনতে পেলেন 'ভেতরে আসতে পারি স্যার ?' পিছন ফিরলেন, দেখতে পেলেন মান্তু একজন কে নিয়ে এসেছে । বছর পঞ্চাশেক বয়স । মলিন বস্ত্র; মুখে কাঁচা পাকা দাড়ি । চেয়ারে বসে হেডমাস্টার বললেন, 'আপনি মান্তুর গার্জেন (উচ্চারণটা সকলের কাছে গর্জেন শোনায়।)?
লোক টি বলল 'না স্যার।'
অবাক হেডমাস্টার ,'আপনি কে তাহলে?
লোকটি কাঁচুমাচু স্বরে বলল-'আমি গজেন স্যার । আমাকে ধরে নিয়ে এসেছে মান্তু।'
অনেক কিছু ঘটতে পারত,কিন্তু ইতিহাসের স্যার গোপাল বাবুর জন্য মান্তু এবারের মত বেঁচে গেল । উনি বোঝাতে পেরেছিলেন হেডমাস্টার কে যে মান্তু সরল, কিন্তু একবার যেটা ঢোকে মাথায় সেটা বেরোয় না । ও ‘‘অবসেসিভ কম্পালসিভ ডিস অর্ডারে’’ ভোগে ।
মান্তু কে বললেন , 'যা মেলা চিন্তা করিস না । শূন্যর ভীষণ মূল্য । শূন্য ছাড়া কিছুই মেলেনা..আকাশ দেখ বাতাস দেখ, সব ফাঁকা ,শূন্য...মন দিয়ে পড়া শুনো করগে যা....
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন