অনু সোম ঘোষ

পরিচিতি  









"জলছবি"


মনের অালপথ বেয়ে যখন সুর বাঁধে বিষন্ন একতারা -
অঘ্রায়নের বিদায় গানে 
রোজ - 
জেগে ওঠে ঘুমভাঙা কুসুম সকাল। 
অামি কুয়াশা কুঁড়োই 
একটি একটি করে ঘাসের ডগায় 
জমে থাকা শিশির নূপুরে।

অায়োজনে,
উষ্ণতা খোঁজে - 
হলুদ সবুজে  অারণ্যক 
মাটির ঘ্রাণ
আর , অাকাশ ছেয়ে যাওয়া পাখিমন
এবং
তোমাতে অন্বেষিত দুচোখ।

চোখে 
দুপুর অাঁকে জলপাহাড়
ঘাস ফড়িং  
লুকোচুরি রোদ ...  কত কি
এক একটি সকাল
এক একটি ছবি
জল ছবি'র স্নিগ্ধ অালিম্পন।



অনু সোম ঘোষ অনু সোম ঘোষ Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.