হরিশঙ্কর রায়

পরিচিতি  



  



গতান্তর




আমরা একটা গতান্তর চাই,
গন্তব্যের ওপারে কী আছে সেটাও !

ছেলের একটা চাকুরী চাই,
মেয়ের একটা ভাল বর চাই !
অতঃপর...
গতান্তর, "এই সপে দিলাম ।"

গতির পরে গতি,
গতির পরে গতি...
জীবনের গতি চাই,
মরণের গতি চাই,
ভালোবাসার গতি চাই,
চাওয়া-পাওয়ার গতি চাই,
অগতির গতি চাই,
সর্বোপরি একটা গতির পরে গতি চাই-ই ।
তারপর হবে কি ?

"তারপর...
এইসব জাগতিক গতি ও গতান্তর শেষ হ'লে-
চিতার আগুন বলে,
আমারও তো গতি চাই ?
স্বজন, আমার কি সাধ্য আছে !?
শুধু নিয়ে নাও যা আছে এই দু'চোখের জল ।"




হরিশঙ্কর রায়  হরিশঙ্কর রায় Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.