পরিচিতি সবুজ মেদুর সবুজ মেদুর কাদার মতো তোমার হৃদয় – আমার অসিগণ্ড, মোমের আলোর মতো দু’চোখ আমার নিভৃত আস্থান, শ্রাবণী বর্ষণের পর কনকচাঁপার বুকভরা সিক্ত সুরভির মতো তোমার ভালবাসায় পূর্ণ প্রাণাধার।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন