আকাশ দত্ত

পরিচিতি










অমঙ্গলের কাব্য 




সকলেরই চলে যাওয়া থাকে

এই যে
স্থবির আকাশ,
দেউলের মাটি,
পুরোনো ইলেকট্রিসিটি বিল,
হলুদপাতা পেরিয়ে বোধিবৃক্ষের শুভেচ্ছা

চায়ের প্রায়ান্ধ কাপে
সাঁতারপটু বিস্কিটের মত
চলে যায়, উবে যায়, ডুবে যায়-
সব কিছুই

কোন কোন কবি
আসা'কে জমিয়ে রাখতে চেয়েছেন
আশান্বিত। নতুন অন্ধকার বিছানায়
ঘন ঘন হাই ঠোঁটের বরফ বেয়ে
গড়িয়ে পড়েছে অনেক ;
ধোপে টেকেনি

তুমিও গ্যাছো
মার্জিন টানা সাদাপাতায়
বিগত শতাব্দীর শঙ্কা মেনে
যেতেই পারো। পারা তো হাতের মুঠোয় !

শুধু তোমার
হাতে বোনা মাফলারে
শত শত যেতে না-পারা আঙুল
মরা মানুষের আগে চন্দ্রবিন্দু হয়ে ঝোলে।
এখনও তলাশ করে
লৌহবাসর.........

নেশাড়ী সাপের মত মাথা দুলিয়ে
ছিদ্র খোঁজে। ছিদ্র খোঁজে
বিমূর্ত




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ