মুনীব রেজওয়ান

পরিচিতি 
উনিশ শতকের ইংরেজ কবি কোলরিজ এর মতে  ''শ্রেষ্ঠ শব্দের শ্রেষ্ঠ বিন্যাসই কবিতা ''কবি  মুনীব রেজওয়ান   এর কবিতার ক্ষেত্রে এই কথাটি ভীষণ ভাবে প্রযোজ্য ,একজন পাঠক হিসেবে আমার তাই মনে হয় । 
কবির  ''নীল কণ্ঠ ''কাব্যগ্রন্থটি ২০১২ সালে একুশে  বই মেলায় নন্দিতা প্রকাশনী থেকে  প্রকাশিত হয় । বইটি   সংগ্রহে রাখার মত একটি বই ।  শব্দের আভিজাত্য্,  যথার্থ প্রয়োগ ,অনন্য সুন্দর বুননে কবিতা হয়ে উঠেছে হৃদয়গ্রাহী ।

কবির কবিতায় সমাজের ত্রুটি বিচ্যুতি ,  অসাম্য সম সাময়িক জীবন , প্রেম ও প্রকৃতি উঠে এসেছে নান্দনিক ও গভীর ভাবে ।  কবির মননে সবসময় আলোড়ন তোলে চারপাশের জীবন , ও সমাজ । খুব নিখুঁত ভাবে তাই  তার কবিতায়  দেখি জীবনেরই কোলাহল।যখন ''এক রৈখিক কবিতাটি পড়ি কি এক গভীর বোধ ছুঁয়ে যায় কিংবা যখন পড়ি '' বিদিশা '' কবি লিখেছেন ------ 
''বুকের কপাট খুলেছি অবুঝ ঝিনুকের মত মসৃণ  চাকুতে তুলে নিলে অদ্বৈত মোতিটি '' অথবা এই কবিতা টি ...------ ''জীবনের সব কটি বসন্ত পুড়েছে বেগুনী নীল জ্যোৎস্নায়   প্রতিটা দহনে রক্ত আজ আরো নীল '' অথবা '' কষ্টের সুবর্ন নদী কাশফুল ছুঁয়ে বয় '' মনে হয় এ যেন আমরই কথা । 

কবির ঋদ্ধ প্রকাশের সাথে পাঠক ও আলোড়িত হয়  । এরকম আরও বলা যায় একাকী ময়ূর , উল্টো কলসি ,সরণ ,কিংবা কান্তি লাবন্য ,  ডুবুরীনামা , শিশির''   মৃত জোনাকির গল্প '' আসলে কোন কবিতা রেখে কোন কবিতার কথা বলবো প্রতিটি কবিতায় আপন অহংকারে ঋদ্ধও  সুন্দর । 

কবিতায় শব্দের ঝঙ্কার আছে কিন্তু  রুপক , উপমা , অলঙ্কারের বাড়াবাড়ি নেই , শব্দের দ্যোতনা তার কবিতাকে দিয়েছে নতুন মাত্রা ,কিন্তু কোথাও আতিশয্য নেই । কবির মননে ও সৃজনশীলতায় আধুনিকতা স্পষ্ট আত্মিক উপলব্ধধির সুশৃঙ্খল প্রকাশ কবিকে দিয়েছে সাতন্ত্রতা ।তিনি খুব সহজ করেই  নিপুণ শব্দের ইন্দ্রজাল বুনে বলে গেছেন জীবনের কথা । শব্দের অনন্য বুনন আর আভিজাত্য কবিতাকে করেছে দারুন সুখপাঠ্য । 


পরিচিতি  
মুনীব রেজওয়ান মুনীব রেজওয়ান Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.