ইদানীং খুব রোববার কেন্দ্রিক হয়ে রয়েছি । কেন জানিনা । বারবার ছেলেবেলা টানছে আমায় । রোববার মানে সকালে কৃষ্ণ দেখা । সারাদিন;খুব কম পড়াশোনা । আলগা আলগা কবিতা শেখা । আর বিকেল? বাড়িতে সিনেমা । সার দিয়ে গোট্টা ফ্যামিলি । আমি তো 'পোছোনজিৎ' বলতে পাগল । উফ!কী ঝারপিট । সাথে দেবতা রন্জিত ।
উত্তম টা ঠিক সহ্য হতো না তা নয় । হ্যাঁ; তবে নিতে পারতাম না একটানা । তবে হ্যাঁ ,উত্তম মানেই -সন্ধ্যেটা আর পড়তে হবেনা । কে পড়াবে ? মা তো মশগুল । বাবা বিকেল থেকে চা পর্যন্ত পায়নি ;এমন ব্যাপার !
নাঃ কেউ রাগ করতোনা তাতে । বাবা নিজেই করে খেত । আমিও পেয়ে যেতাম-ছোট্টো একটা কাপ । তারপর বেশ গ্যাঁট হয়ে বসে বাবা , মা'কে সিনেমার খুঁটিনাটি জিগ্যেস করতো । মায়ের একহাত মুখে। যার মানে "চুপ করো প্লিজ..."। চোখ আর মন-দুটোই উত্তমে ।
উফ্!আজ মনে হচ্ছে ; ছোটোবেলায় কী এট্টুখানিও বড়ো হতে নেই ?
ওইসব সময়ে আমিই না হয় বাবাকে ধমকে দিতাম । বলতাম "দেখছ না ;রিনা ব্রাউন কে মা কেমন হারিয়ে দিচ্ছে..."
বাবা বোধহয় ;রাগ করতোনা একটুও। শুধু মনে মনে বলতো -
"আমি কি পাহাড়ের মতো রুক্ষ?"
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন