শামসুন নাহার

পরিচিতি









তবু এভাবেই হয়



এভাবে হয়না আসলে
এভাবে হয়নি কখনো।
কিকরে আলাদা করি
নিজেকে তোমার থেকে।
দু'চোখে যাকিছু দেখি না কেন
ছায়া পরে কেন যে তোমার!
নিঃশ্বাসে এমনভাবে মিশে আছ যতক্ষণ নিঃশ্বাস চলছে
তোমাকে আলাদা করে সাদ্ধ্যি কার!
তোমাকে দেখবনা ভেবে
দু'চোখ বন্ধ করি
স্বপ্নেও তুমি!
কি করে আলাদা করি
নিজেকে তোমার থেকে!
নিজেকে খুঁজতে গিয়ে প্রতিটি কণায়
ঝেঁকে দেখি কিছুতেই আর
আলাদা করতে পারিনা ,
কিছুতেই বুঝিনা কোন কণায় তুমি
আর কোন কণায় আমি!
তোমার থেকে আলাদা করে
আমার আর কোন অস্তিত্ব নেই।

এভাবে হয়না আসলে
এভাবে হয়নি কখনো ..








শামসুন নাহার শামসুন নাহার Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.