![]() |
| পরিচিতি |
শ্রীচরণেষু কবি
প্রিয়'র রূপ গুন নিয়ে এযাবৎ ডজন খানেক কবিতা লিখেছি ।
আসলে একটা চোরাস্রোত ছিলই তার বহুগামিতায় ,
এমন তুমুল ব্যক্তিত্বে তোমরা ও ডুবে যাও যদি
সেই ভয়ে তাকে রেখেছিলাম অন্ধকারে ...
গাল ভরা হালকা চিকন দাড়ি সৌখিনটার কবুতর
পিঠে খুঁজলে একটাও আঁচড়ানো দাগ পাবে না
অথচ তিন তিনটে মেয়ে মানুষ হারেমের খাঁচায় ।
আমি ওর চার কিম্বা পাঁচ ও হতে পারি বা ......
সংখ্যার পরে কয়েকটা শূন্য বাড়লেও
আসলে সেগুলো ও শুধু সংখ্যা নামেই পরিচিত পায় ।
আমি ও উপেক্ষা করতে পারিনি তার চওড়া বুক
বলিষ্ঠ বাহুর ঘরেলু ঝড় । তার
কবিতার খাতা আমার যাবতীয় উপকরণ টেনে নিয়ে যায়
নিষিদ্ধতার দিকে
তোমাদের এসব বলি না
আসলে বলতে পারি না আমার অবৈধ প্রেমিকের
তুমুল ঐশ্বর্যের কথা , কাউকে বলা যায় না ওর এলোমেলো চুলে
আঙ্গুল ছুঁয়ে গেলে অন্তর্বাসে ঘেমে যায় এ ভরা শীতে ।
অথচ সে ও মুখচোরা বিড়াল নয় এ পাড়া ও পাড়ার দুধের
খরব সে রাখে , কোন বাড়ির পত্রের ঢাকনা আলগা
কোন পাত্রে উথলে উঠছে দুধ তার নখদর্পণে
তার নেই কোন তকমা , কোন অসতীত্বের বালাই নেই
রোজকার মত লেখার টেবিলে আসে ---ভাগ্যিস আসে!
আমাকে নিয়েই তার শবব্যবচ্ছেদ
আমিও , নীল তাঁতের শাড়ি গুছিয়ে
মুখোমুখি বসি ভাবি কবে ভাঙবে শাড়ীর ভাঁজ...
চন্দ্রা মুখার্জী
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন