কুন্তল কুণ্ডু

পরিচিতি  









কবিয়ালে 




কতটা অমরত্ব তুমি আশা কর কলকাতা,
কতটা দরকার ইতিহাস বইয়ে উঠতে?
মননে থাকবে আজীবন কলকাতা
তোমাকে বেঁধেছে সুমনের কথকতা।
চেনা নাগরিক জীবনের ইতিকথা
বাতাসে ভাসে গড়ের মাঠের পানে,
ট্রাম বাস চলে রিকশা মেট্রো চলে
দুঃখ সুখের চেনা গান বাজে কানে।
 
তোমার গানেই চিনেছি দার্জিলিং
ম্যালের বাজার, নীল পাহাড়ের সারি।
পাহাড়ি গানে অঞ্জনের সুরে
বাজতে থাকে পুরনো গীটারের স্ট্রিং।

সন্ধ্যে এসে নামে পাহাড়ের গায়ে,

নিয়নের আলো জ্বলে গঙ্গার ধারে
তোমাদের গান আমার চলার পথে
সঙ্গী হয়ে থেকে যায় পায়ে পায়ে।

রাত্রি নামে দুই শহরের আকাশে
গানওলার গান ছুঁয়ে যায় মন প্রান
অঞ্জনের গান ভেসে যায় বাতাসে।

উত্তর থেকে দক্ষিণে বহুদূর,
আস্টেপৃষ্টে জীবনকে বেঁধে রাখে
এই নাগরিক কবিয়ালদের সুর।



কুন্তল কুণ্ডু  কুন্তল কুণ্ডু Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.