নাশিদা খান চৌধুরী

পরিচিতি









উষ্ণতার কাব্য 



আকাঙ্ক্ষায় রাঙা রঙীন সুতোয়
বুনে চলি স্পর্শের আনন্দ গাথা ;
উড়ে যাক অভিমান !
ত্রিসীমানায় ভালবাসা ছড়াছড়ি ।
উষ্ণতার চাদর বিছিয়ে শৈত্যের আনাগোনা ।
ভিজে ওঠে মন, দু’কুল ছাপিয়ে প্লাবন !
ঘাসফড়িঙের মত উড়ি ওই বুকে
সুখে পুড়ে গড়াগড়ি ।

চুম্বনের ধারাপাত উড়ে চলুক দিগ্বিদিক
আজ মেলেছি রঙীন ডানা হাতে রেখে হাত ;
এই ঠোঁটে সাজিয়ে আনন্দ পসরা ।

এ বেলায় তুমি চলে এসো পুরুষ -
আঙিনায় সাজিয়ে রেখেছি কচিপাতার সুখ ;
পরাগরেনু মেখে টলটল করে গড়িয়ে যাব তোমায় নিয়ে
নির্দ্বিধায় ।

সে পর্যন্ত আগুনে জ্বলুক ...







নাশিদা খান চৌধুরী নাশিদা খান চৌধুরী Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.