![]() |
| পরিচিতি |
আফিমের নেশা
আফিমের গূঢ় নেশা শীতের শুরুতে --ফিকে হয়ে আসতেই
খরগোশ শিকারের দিন। স্বাদু মাখনের মতো --যেন মেঘপুঞ্জ
আর ফিনকি দিয়ে রক্ত ছুটতেই ভেবে গেছি হোলিখেলা -- নিছক তামাশা
অস্থায়ী যৌবন নিয়ে কী কী ঘটিয়েছি-- জানে পার্কের পাহারাদার
বুড়ো মুদি, আড়কাঠি মেয়েলোক
দোকানের শাটারের গায়ে রাতের বেলায়
অশালীন কথা লিখে
হেঁটে গেছি নদীর কিনারে --বিনে পয়সায় হাওয়া
জামা খুলে দিলে বুকে অসহ্য আদর
রাত যতো ঘন হয়ে যেতো , কপালে-চিবুকে-গালে
কেবল নিজের ছোঁয়া ,নিজেরই আঙুল...
সরদার ফারুক
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন