![]() |
| পরিচিতি |
দ্বৈরাজ্য
শেষ পর্যন্ত দিক ভুল হলো
এই তো চেয়েছিলাম,
চরম সার্থকতার গোলা
আগুনে গর্ত ছুঁয়ে মোহ আঁকা
সশব্দ চুমুতে ঝমাঝম
তালে তাল মিলিয়ে ,
সাবধান! বিশ্রাম!
লাল হলুদ সবুজ পাথুরে ডানায়
মিডাস মায়াস্পর্শ,
প্রয়োজন লালসায় মাখা থাক
নতুন গুড় আমি ভরে
তোমার মাঝে ইলশেগুঁড়ি
অনেক ওম, আরাম;
তোমাকে তোমার জন্য
তুমি বনাম ...
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন