![]() |
| পরিচিতি |
তুমি চলে যাবে এটা নতুন কিছু নয়
যাবার জন্যই তুমি বা তোমরা আসো ।
সেবার যখন বর্ষা এলো -
অনুভূতির খুব কাছে এসেছিলো একটা ভেজা কদম
সাথে ছিলো একটা ভরা নদী !
কাছের কেউ ভেবে ওদের ঠাই দিয়েছিলাম উষ্ণতায় !
কদমটিকে খুব যত্ন করে হাসতে শিখিয়েছিলাম
ওর কষ্টগুলো সযত্নে সাজিয়েছিলাম বুকের ভেতরে
সময় ফুরোতেই সে চলে গেলে জানলাম
ভালোবাসা হারিয়ে যায়
কিম্বা মিশে থাকে নিশ্বাসে ! কে জানে !
অনুভূতির ঘরে কিছু দীর্ঘশ্বাস
নদীর হাত ধরে বসে থাকে অকারণেই
একা নদীটিকে চোখে নিলাম
নদীও জেনেছে ,ভালোবাসা কেবলি হারায় ।
তবে আমি নদীকে কষ্ট দেইনি
ঘোর চৈত্রেও নোনা যুবতী সে ;
তুমি তো জানো
আমি বা আমরা ভুলে যেতে শিখিনি ।
এবারের বর্ষায় কদম এলে কি পথ চেনাবো মনের ?
এতদিনে অনুভূতিগুলো বাঁচতে শিখেছে একা
ওরা না বললেও জানি ,হারিয়ে বাঁচা কি কষ্টের !
বারবার হারিয়ে যাওয়া কি মেনে নেবে ওরা ?
ওদের চোখে আর চোখ রাখিনা
বা রাখবার সাহস নেই
নদী বড় হয়ে হয় নোনা সমুদ্র ;
এখন কেউ এলে আমি অবাক হই না
শুধু বিদায় জানাবার প্রস্তুতি নেই !
সাবরিনা সিরাজী তিতির
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন