![]() |
| পরিচিতি |
এখন আর আকশ দেখতে গিয়ে , আগের মত নীল খুঁজে পাই না , খালি ধুসরের সমাহার অথচ এই নীলের জন্যই পাখিজন্ম ছিল বরাদ্দ । সবুজ কে প্রেম দিতে দিতে বনানীর আবেগে উদ্ভাসিত নীলের সাথে মিশে যাওয়া ।
এই তো সেদিন , গোলাপ কুঁড়ির পরশ মাখতে গিয়ে একটা ছোট্ট কাঁটা , আহহ!! এতেই ছিল ভালোবাসার প্রথম উপহার। " রক্তাক্ত হতে না পারলে ভালোবাসা পাওয়া যায় নাকি ?" শুনেছিলাম অবুঝ মনে তোর কথা। ঠিক তাই , আগুন ছুঁলাম আর দহনের বদলে হৃদয়ে রক্তক্ষরণ।
আর তারপর থেকেই ক্রমাগত ভেসে যাওয়া , ভাসছি নাকি বিপরীতমুখি স্রোতে উৎস অভিমুখে ফিরে যাচ্ছি সেখানেও থেকে যাচ্ছে প্রশ্নবোধক চিহ্ন।
ক্রমাগত দহনেও কখনও কখনও খুঁজে পাওয়া যায় নীলাম্বরী সুখ
আগুন পাত্রে পূর্ণ হয়ে ওঠে মন তরল
শিলালিপি জুড়ে লেখা থাকে প্রেমিক উদাসীনতা
একাত্মে সমর্পিত মালকোষের আলাপ ।
মালকোষ ? সে তো পুরুষ রাগ। তাকে ছুঁতে চেয়েই দিনের প্রথম দিশায় ঊষার সযত্ন আদরে আহির ভৈরব , আলাপের মূর্ছনায় অতি সযত্নে "সজন আয়ো রে " তবে কি আবার ফিরছি একটু একটু করে ? ধুসর আকাশেও নীলের ঘ্রাণ কি পাচ্ছি খুঁজে ?
জানিনা .........
বুঝিনা.........
অনন্যা ব্যানার্জী
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন