মৌ দাশগুপ্তা

পরিচিতি  








মা


অবলা মেঘকথারা আকাশ ভেঙে মাঠ ভর্তি বৃষ্টি নিয়ে এলেই
মায়ের চোখের জুঁইফুল জল মনে পড়ে,
কাঁঠালি চাঁপার গন্ধমাখা গোলাপী চাঁদ দেখলেই
মনে পড়ে মায়ের চাঁদের আলোর মত হাসি।
এলোমেলো হাওয়ায় ভেসে আসে রবিঠাকুরের সুরে মায়ের গুনগুন গান,
নতুন দিনের রাঙা সূর্য্যে দেখি মায়ের সিঁদুর টিপ,
থোকাথোকা সন্ধ্যামালতী যেন মায়ের ফুলছাপ পূজোর শাড়ী,
পিটুলীছাপ আল্পনায় নতুন অক্ষরের মতো দেখতে পাই মায়ের কবিতা।

গন্ধরাজ গাছ ছোঁওয়া আলতো হাওয়ায় মায়ের গন্ধ ভেসে আসে।
একপিঠ চুলে কেয়োকার্পিনের গন্ধ, মিশিয়ে দিচ্ছে চুল-খুলে রাখা ঘ্রাণ,
আঁচলের শিউলীর গন্ধ,মাইশোর চন্দনের সাবানগন্ধে ভাসছে মায়ের স্নান,
মায়ের গায়ে মুখ ডোবালে পুজো পুজো, ধূপ কর্পূর মেশানো ভালো লাগা গন্ধ,,
মায়ের হাতের পাতায় পাঁচফোড়ন হলুদ মশলার গন্ধ, অন্নপূর্ণার রান্নাঘর।
মায়ের উনুনে ভ্যাপসা গরমেও তুষ তুষ আগুন জ্বলে,
রান্নাঘরের কত শব্দের আনাগোনা –তার মধ্যে লুকোচুরি খেলে মায়ের পলা,চুড়ি,
কেউ যেন অভুক্ত ফেরেনা ঘর থেকে, আহা, কেউ যেন তৃষ্ণার্ত না থাকে,

‘মা’ বললেই স্মৃতির পরশপাথরে আমার সোনালী দিন,সোনামুখি মেয়েবেলা,
মা ডাকলেই এক আলতো স্নেহের পরশে আমি কথাকলি কন্যা।


মৌ দাশগুপ্তা মৌ দাশগুপ্তা Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.