ঝিলিমিলি

পরিচিতি  









ভালোবাসা 
 

ভালোবাসায় তার অসাধারণ ক্ষমতা,
ব্যাক্তিত্ব প্রবল,
তাঁকে তোরা চিনলি না হায়,
হৃদয় ছুঁয়েও চলে যাস ধীরেই।
ভালোবাসার হাত তার,
ধর যদি পাবে ভরসা এমনি সরল,
তাঁকে তোরা খুঁজিস আপনার ভেবেই
তবে কেন ফিরে যাস বল? 

 
সে দুঃখ পায়,
তবু সামলে নেয় বর্ষার বর্ষণে  ধুয়ে নিয়ে চোখ,
আকাশের নীলে সেই একেলাকে রেখে করেছে বড়।
সংগোপনে বাধে নিজেকে সত্যের রশি দিয়ে,
সুরুজের সাথে করে হৃদয়কে দেওয়া নেওয়া,
আনন্দ নাচে বুকে তার।

 
তবু রক্তে চলে তাণ্ডব লীলা,
শূন্য বুকে রাত জড়িয়ে সন্ধান করে
একটি ধ্রুব তারাকে,
তারা নেমে আসে,
তারা নামেও না-
ভালোবাসার অভিমুখের ভালোবাসা আর ভালোবাসা। 





ঝিলিমিলি ঝিলিমিলি Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.